আপডেট
স্কুল পরিচিতি
সবার আস্থা পূরনের দৃঢ় প্রত্যয় নিয়ে আগামী ১ নভেম্বর ২০২৪ থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে ইনশা আল্লাহ। প্রিন্টিং সহ সকল প্রস্তুতি চলমান। ওয়েবসাইটের মাধ্যমেও ভর্তি সম্পন্ন করা যাবে। www.taqwaschool.org সবার দোয়া ও সমর্থন কামনা করছি।
প্রধান শিক্ষকের বাণী ....
পড়াশোনায় লেগে থাকো : একটা কথা মনে রাখবে যেকোনো বিষয়ে সফল হতে হলে তার পেছনে লেগে থাকতে হবে। পড়াশোনার বিভিন্ন সমস্যাগুলো একটা একটা করে চিহ্নিত করো এবং অন্যরা কীভাবে তার সমাধান করেছে তা থেকে ধারণা নাও। সহপাঠীদের কাছে সমাধান না পেলে শিক্ষকের কাছে পরামর্শ নাও। প্রয়োজনে অভিভাবকের সহযোগিতা নাও। কারও না কারও কাছে সমাধান পাবেই। পড়াশোনাকে মন থেকে ভালোবাসো, লেগে থাকো- সফলতা আসবেই।